নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ভারমুক্ত সভাপতি হলেন।
রবিবার (৬ আগষ্ট) গণভবনে আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে তিনি ভারমুক্ত হয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
প্রতিক্রিয়ার গণমাধ্যমকে জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও জেলা পরিষদের চার বারের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান জানান,‘জাতির পিতার কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিদের্শে আমি ভারমুক্ত হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছি। আমি বক্তব্য দেবার পরই শেখ হাসিনা আমাকে ভারমুক্ত ঘোষণা করেন। এটি একটি বিশাল অর্জন বলে আমি মনে করি। আমি কোনো দিন পদের জন্য রাজনীতি করিনি। দলের প্রয়োজনেই আমাকে দায়িত্ব নিতে হয়েছে। সবাইকে নিয়ে দলকে শক্তিশালী করতে আমৃত্যু কাজ করে যাব’।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম তৎকালীন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহানকে সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন।
২০২২ সালের ২ মে তারিখে জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান মৃত্যুবরণ করলে সিনিয়র সহসভাপতি হিসেবে বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হন। আর সর্বশেষ গণভবনের বিশেষ বর্ধিত সভায় শেখ হাসিনার নির্দেশে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন।
Leave a Reply