বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ভাটির ওলি খ্যাত সুফি সাধক শাহ্ সৈয়দ আবদুল করিম আলাই মিয়া (রহঃ) ও সুফি সাধক সৈয়দ কুতুব উদ্দিন আল হোসাইনী চিশতী (রহঃ) প্রণীত ‘মিলাদে আহলে বাইতে মোস্তফা (সাঃ)’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার (৯ আগষ্ট) বিকেল ৬টায় অষ্টগ্রাম হাবেলির বটতলা প্রাঙ্গণে আত্মাধিক দিকনির্দেশনা মুলক এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
অষ্টগ্রাম হাবিলীর আল হোসাইনী দরবার শরীফের পীরজাদা ও গ্রন্থের সম্পাদক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত উন্মোচন সভায় বক্তব্য দেন, অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী বাচ্চু, কবি রফিকুল ইসলাম ভূইয়া, সৈয়দ আহমেদুল কবির প্রিন্স, সৈয়দ আশরাফুল আবদাল মোকাল্লিব, সাংবাদিক মো. ফরিদ রায়হান ও সাংবাদিক মুজাহিদ সরকার প্রমুখ।
বক্তারা বলেন,পীর মশায়েখের দির্কনির্দেশনামুলক গ্রণ্হ আমাদের অনন্য সম্পদ। ধর্মীয় ও সামাজিকভাবে আলোকিত জীবনের জন্য এসব বই পড়তে হবে। এতে জীবনকে সহজ ও সরল পথে চালানো সম্ভব হবে।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন লালন গবেষক আবদেল মাননান।
Leave a Reply