বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাবেলিতে ভাটির ওলি খ্যাত প্রখ্যাত সুফি সাধক সৈয়দ আব্দুল করিম উরফে আলাই মিয়া (রহঃ) ১২২তম ও সুফি সাধক হযরত মাওলানা সৈয়দ কুতুব উদ্দিন আহমদ আল হোসাইনী চিশতী (রহ) ৭ম বার্ষিক উরশ বা ‘বাইশে মহররম’ অনুষ্ঠিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১০ আগষ্ট) সকাল থেকে শুক্রবার ভোর রাতে আখেরি দোয়ার মাধ্যমে উরশের সমাপ্তি করবেন, অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান ও
অষ্টগ্রাম হাবিলীর আল হোসাইনী দরবার শরীফের পীরজাদা ও সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
সুত্র জানায়, কিশোরগঞ্জের অষ্টগ্রামে ন’কোষা জমিদারি ত্যাগ করে আহলে বাইতের প্রেমে মানুষকে উজ্জীবিত করতে ধর্মীয় সাধনায় মগ্ন হওয়া প্রখ্যাত সুফি সাধক সৈয়দ আব্দুল করিম উরফে আলাই মিয়া (রহঃ) উরশকে তার অনুসারীরা স্থানীয় ভাবে ‘বাইশে মহররম’ নামে ডাকেন। এবার, ১০ আগষ্ট তার ১২২ তম উরশ পালিত হচ্ছে।
এই ঐতিহ্যবাহী ‘বাইশে মহররম’ পালনে হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জসহ বিভিন্ন উপজেলা থেকে লাখো মানুষ সমবেত হবেন।
এই বিষয়ে অষ্টগ্রাম হাবিলীর পীরজাদা ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, ঐতিহ্যবাহী এই দিনে বিভিন্ন প্রান্ত থেকে আগত মেহমান ও অষ্টগ্রামবাসীর সহযোগিতা চাই।
সুশৃঙ্খলভাবে বাইশে মহররম পালন করুন। আহলে বাইতের পথে জীবন উৎসর্গ করে দু’জাহানের পথ সুগমের আহবান করি।
Leave a Reply