বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের মিঠামইনের হাওরে নৌকায় বসে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যাওয়া যুব ইউনিয়ন নেতা অন্তর চক্রবর্তীর ভাসমান মরদেহ ৪৩ ঘন্টা পর উদ্ধার হয়েছে।
আজ রোববার (১৩আগষ্ট) সকল ৯টার সময় মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসের দক্ষিণ হাওরে মরদেহটি উদ্ধার করে ফয়ার সার্ভিসের ডুবরি দল।
ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, গত শুক্রবার অন্তর পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে ঢাকা থেকে নিকলী হাওরে আসেন। বিকালে ট্রলার নিয়ে মিঠামইন হাওরে ঘুরতে যান। একসময় নৌকায় বসে গোসল করতে গিয়ে পানিতে পড়ে তলিয়ে গিয়ে নিখোঁজ হন যুব ইউনিয়ন নেতা অন্তর চক্রবর্তী।
শুক্রবার বিকালে ও শনিবার কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধারে অভিযান করেন। মরদেহ না পেয়ে রোববার সকালে আবারো মরদেহ উদ্ধারে হাওরে নামেন ফায়ার সার্ভিস ডুবরি দল। পরে, সকাল ৯টার দিকে হাওরে নিহত অন্তর চক্রবর্তীর ভাসমান মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ডুবরি দল। এসময় উদ্ধারকৃত মরদেহ মিঠামইন থানায় হস্তান্তর করে ফায়ার সার্ভিস।
নিহত অন্তর চক্রবর্তী ঝালকাঠির জেলার সদর উপজেলার কাঠপট্টি গ্রামে উত্তম চক্রবর্তীর ছেলে। তিনি বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা উত্তরের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।
এই বিষয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী বলেন, রোববার সকালে ডুবুরি দলে অভিযান শুরু করার পর ৯টার দিকে ভাসমান মরদেহ উদ্ধার করে।
Leave a Reply