অষ্টগ্রাম প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামেও এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অষ্টগ্রাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল মুক্ত পরিবেশে শান্তিপূর্ণ ভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে দুপুর ১টা’য় শেষ হয়।
সরকারী রোটারী ডিগ্রী কলেজ অষ্টগ্রাম ও আব্দুল্লাহপুর ইদ্রিস আলী স্কুল এন্ড কলেজের ৬১২জন শিক্ষার্থীর মধ্যে ৬০৮জন শিক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশ গ্রহণ করেন। যার গড় উপস্থিতি ৯৯.৩৪।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর-রশিদ এ প্রতিনিধিকে জানান, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে নকল মুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেউ অসদুপায় অবলম্বনের চেষ্টা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply