নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে।
বৃহস্পতিবার (১৭ আগষ্ট) রাত্রি ৭.৫৫ ঘটিকায় সর্বমোট ৪ (চার) কেজি গাঁজাসহ কটিয়াদী মডেল থানার কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মোছা. পেয়ারা বেগম (৪৫) কে গাঁজা বিক্রয় করার সময় নারী পুলিশের সহায়তায় কটিয়াদী মডেল থানা পুলিশ গ্রেফতার করে। আটককৃত মোছা. পেয়ারা বেগম (৪৫) টাংগাইল জেলার ঘাটাইল উপজেলার কমলাপাড়া এলাকার মো. গোলাম মোস্তফার স্ত্রী।
কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. দুলাল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় নারী অফিসার ও ফোর্সের সহায়তায় উক্ত নারীকে গ্রেফতার করে তাঁর নিজ হেফাজত হতে বের করে দেওয়া বাজারের ব্যাগের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো সর্বমোট ৪ (চার) কেজি গাঁজা উদ্ধারপূর্বক রাত্রি ৭.৫৫ ঘটিকায় জব্দ করেন।
গ্রেফতারকৃত নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলাসহ আশেপাশের জেলাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।
এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply