নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে আল্লামা মামুনুল হকসহ কারাবন্দী উলামায়ে কেরাম’র মুক্তি এবং দেশব্যাপী আলেম-উলামা ও তৌহিদী জনতার নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ রবিবার (২০ আগস্ট) সকাল১১টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে শায়খুল হাদীস পরিষদ-এর পক্ষ থেকে কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক আবুল কালাম আজাদ’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল্লাহ আল আমিন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শায়খূল পরিষদ, জেলা আহ্বায়ক মুফতী ইলিয়াস কাসেমী (প্রস্তাবিত), ভৈরব জোন আহ্বায়ক মাওলানা নযরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস জেলার সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের আহমদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা উসমান গনি, শায়খূল হাদীস পরিষদ ভৈরব জোন কোষাধ্যক্ষ মাওলানা রফিকুল হক, মাওলানা আব্দুল হামিদ শাহজাহান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply