নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের নিখোঁজের তিনদিন পর নরসুন্দা নদী থেকে অটোরিকশা চালক রকিবুল হাসান রকি (২১)’র অর্ধগলিত হাত,পা,গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ আগস্ট) সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের উত্তর পাশের নদী বানিয়াকান্দি গ্রামে মনজিল মিয়ার বাড়ির পশ্চিম পাশে অটো চালক রকিবুল হাসান রকি (২০)’র লাশ পাওয়া যায়। রকি সদর উপজেলার যশোদল ইউনিয়নের কোনামাটি গ্রামের মো. শাহীনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৮ আগস্ট) সকাল ৮/৯ টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় রকি। এর পর বিকেলে বাড়িতে এসে খেয়ে আবারও বের হয়। রাত সাড়ে ১১টার পর থেকে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। রাত সাড়ে ১১টার দিকে একটা অপরিচিত নাম্বার থেকে মায়ের মোবাইলে রকি কল দিয়ে বলে আমার মোবাইল বন্ধ হয়ে গেছে। রাতে রকি মাছ ধরার জন্য বন্ধুদের সাথে যাচ্ছে বলে এরপর আর তার সাথে কোনো যোগাযোগ করা যায়নি।
পরে কিশোরগঞ্জ মডেল থানায় একটা নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয় এবং শুক্রবার রাত সাড়ে ১১টার পর রকির মায়ের মোবাইলে অপরিচিত নাম্বার থেকে কলের সূত্র ধরে পুলিশ সেই মোবাইল মালিক রবিউল আওয়ালকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। আটককৃত রবিউল আওয়াল (২২) কোনামাটি এলাকার মো. বকুলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত রবিউল আওয়ালের দেওয়া তথ্য অনুযায়ী রবিবার (২০ আগস্ট) পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল রবিউলকে নিয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পশ্চিম পার্শ্বের নরসুন্দা নদীতে নিখোঁজের মরদেহ খুঁজতে আসে কিন্তু অনেক খোঁজাখুঁজি করে কোথায় না পেয়ে তারা চলে যায়।
সোমবার সকাল আটটার দিকে এক মহিলা গরুর জন্য ঘাস কাটতে নরসুন্দা নদীর পাড়ে গেলে হাত-পা ও গলা কাটা অবস্থায় অর্ধগলিত লাশটি দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়। পুলিশ খরব পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহ ভাজন একজনকে আটক করা হয়েছে।
Leave a Reply