বিশেষ প্রতিনিধিঃ
মৌজা ভিত্তিক আকবরনগর বাজার ও বাসস্ট্যান্ডের নামকরণের দাবিতে ভৈরবে মানববন্ধন করেছে আকবর নগর গ্রামবাসী।
আজ মঙ্গলবার (২২আগষ্ট) দুপুর ১২টায় গ্রামবাসির উদ্যোগে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে দুই ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের আকবরনগর বাজার সরকারি মৌজা অনুযায়ী আকবরনগর নামে পূর্ব থেকেই ছিল। বাজারের তিনদিক দিয়ে আকবরনগর বাজার। সবকিছু আকবরনগর নামেই। সরকার থেকেও আকবরনগর নামেই বাজারের ও বাসস্ট্যান্ডের নামকরন সাইনবোর্ড লাগানো হয়। কিন্তু আমাদের পাশ্ববর্তী গ্রাম মিরারচরের লোকজন তাদের গ্রামের নামে বাজার ও বাসস্ট্যান্ড নামকরন করার জন্য প্রায় সময় আমাদের সাথে ঝগড়া করে আসছে। আমাদের দোকানপাট ভাংচুর করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়া আমাদের একটাই দাবি আমাদের মৌজা অনুযায়ী আমাদের বাজার ও বাসস্ট্যান্ড আকবরনগর নামেই যেন থাকে।
Leave a Reply