অষ্টগ্রাম প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে নদী থেকে বালু উত্তোলন করায় একটি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে বিদ্যমান আইনে মামলা দায়ের করে একজনকে গ্রেফতার করে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের জেল দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার ইকুরদিয়া গোয়লনগর সীমান্তে উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর-রশিদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় উপ-সহকারী প্রকৌশলী (বিএডিসি) রওকন জাহান, উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগর ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply