মুহাম্মদ কাইসার হামিদ:
২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামাত জোট সরকারের বর্বরোচিত গ্রেনেড হামলায় বেগম আইভি রহমান এঁর ১৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা নাছিমা আক্তার চায়না, সাধারণ সম্পাদক মোছা. লিপি আক্তার ও পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা আক্তার শিউলী’র নেতৃত্বে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোক র্যালী বের করে কুলিয়ারচরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় মডেল মসজিদের সামনে এসে শেষ হয়।
র্যালীতে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. পারভীন আক্তার ও সাধারণ সম্পাদক মোছা. ছখিনা, রামদী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি কুমকুম বেগম ও সাধারণ সম্পাদক চম্পা, উছমানপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা সুলতানা ও সাধারণ সম্পাদক মোছা. অজুফা খাতুন, ছয়সূতী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান হাঁসি ও সাধারণ সম্পাদক রাজিয়া, সালুয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. বিলকিছ ও সাধারণ সম্পাদক পারুল, ফরিদপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রাখাতন ও সাধারণ সম্পাদক নিলুফা আক্তারসহ অসংখ্য মহিলা নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালী শেষে উপজেলা কেন্দ্রীয় মডেল মসজিদে শহীদ বেগম আইভি রহমান সহ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল নেতাকর্মীদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply