1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে- কানাইঘাটে পুলিশ সুপার মাহবুবুর রহমান কানাইঘাটে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে গেল সুরমা নদীতে

ভৈরবে এমপি নাজমুল হাসান পাপনের গণসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠিত (হাওর টাইমস)

  • প্রকাশের সময় রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৩৩ বার পড়েছে

ইমন মাহমুদ লিটন,ভৈরব থেকেঃ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নে গণসংযোগ ও মত বিনিময় সভা করেছে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।

শনিবার (২৬ আগস্ট) উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজিরটেক পুলতাকান্দি বালুর মাঠ, কুমিড়মারা, ঝগড়ারচর, আতকাপাড়া, আদর্শ পাড়া, ফারুক চেয়ারম্যান বাড়ি, হাই স্কুল মাঠ প্রাঙ্গণে জনসাধারণ ও নেতা-কর্মীদের সাথে গণসংযোগ ও মত বিনিময় সভা করেন তিনি।

উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের গাজিরটেক পুলতাকান্দি বালুর মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন বলেন, বিএনপি আজ বিদেশী চক্রান্তকারীদের সাথে হাত মিলিয়েছে।

দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত হলে আর ছাড় দেয়া হবে না। দেশকে পাকিস্থান বানাতে চাইলে একজনকেও ছাড় নয়। যতই চক্রান্ত হোক লাভ হবে না। বঙ্গবন্ধু দেশ এনে দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা দেশের উন্নয়ন ও দেশ রক্ষায় কাজ করে যাচ্ছেন। ভয় পাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন। দেশের মানুষ আজ বুঝে গেছে কারা দেশের মঙ্গল করছে আর কারা সন্ত্রাস, অগ্নি সংযোগ নৈরাজ্যের রাজনীতি করছে। পদ্ম সেতুর বিরোধীতা করে তারা হেরে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন আজ দৃশ্যমান। নতুন প্রজন্মকে বোকা বানানো খুব কঠিন। তারা জেনে গেছে এই দেশটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতেই নিরাপদ।

তিনি কালিকাপ্রসাদ ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে বলেন, এই ইউনিয়নের সকল উন্নয়ন প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের হাতে উন্নয়ন। তাছাড়া সরকারের গ্রামকে ডিজিটাল করার সকল কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

বিভিন্ন সমস্যা সমাধান ও ইউনিয়নবাসীর সকল দাবী পূরণ করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে ভৈরবের সকল সমস্যা ও এলাকাবাসীর সকল দাবী দাওয়া পূরণ ও অসম্পূর্ণ কাজগুল সম্পূর্ণ করা হবে বলে তিনি নেতা কর্মীদের আশ্বস্ত করেন।

কালিকাপ্রসাদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্যের সহধর্মিনী ও বেক্সিমকো ফার্মা লিমিটেড এর নির্বাহী পরিচালক রোকসানা হাসান।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, কিশোরগঞ্জ জেলা পরিষদ সাবেক প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সোলায়মান, উপজেলা আওয়ামী সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্লাহ, আবু বক্কর ছিদ্দিক, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. লিটক মিয়া, কালিকাপ্রসাদ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

প্রধান অতিথি আলহাজ্ব নাজমুল হাসান পাপন তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ বাংলার মানুষকে ভালোবাসে। আমরা মানুষকে ভালোবাসি, তাদের ক্ষতি করি না। ভৈরবে কোন বিএনপি’র বা আওয়ামী লীগ বিরোধী নেতাকর্মী বলতে পারবে না আমি বা অতীতে আমার বাবা কারো ক্ষতি করেছেন। ভৈরবে আজ যা উন্নয়ন হয়েছে সব আমার বাবা করেছেন। আর এখন বাকি কাজ আমি করছি। দেশ বিরোধীরা আবারো দেশকে ধ্বংস করতে পায়তারা করছে। তাদের আর ছাড় দেয়া হবে না। আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে উন্নয়নের অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষা করতে নেতা কর্মীর আহবান জানান তিনি।

গণসংযোগে উপজেলা যুবলীগ আহবায়ক অলিউল ইসলাম অলি, যুগ্ম-আহবায়ক অরুন আল আজাদ, ইকবাল হোসেন, আরমান উল্লাহ, পৌর যুবলীগ সভাপতি ইমরান হোসেন ইমন, সাধারণ সম্পাদক আল আমিন সৈকত, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমির হামজা, সাধারণ সম্পাদক মেহেদী রিয়াদ, পৌর ছাত্রলীগ সভাপতি সালেহ রহমান মিকদাত, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শামিম আহমেদ খোকন, সাধারণ সম্পাদক রাকিব রায়হানসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST