হাওর টাইমস নিউজঃ
কিশোরগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
সোমবার (২৮ আগষ্ট) রাত ১.৩৫ ঘটিকায় ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ কিশোরগঞ্জ সদর থানার হাজিরগল এলাকায় মো. লিটন মিয়া (৪০) কে ইয়াবা বিক্রয় করার সময় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) গ্রেফতার করে। গ্রেফতারকৃত মো. লিটন মিয়া (৪০) কিশোরগঞ্জের সদর উপজেলার হাজিরগল এলাকার মৃত আবুল হাশেমের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত মাদক কারবারিকে গ্রেফতার করে এবং তার হেফাজত থাকা ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক রাত্রি ১.৩৫ ঘটিকায় জব্দ করেন।
গ্রেফতারকৃত মাদক কারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলা ও আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।
এ ঘটনায় কিশোরগঞ্জ সদর-মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply