নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নাগরিক দৈনিক জাগো প্রতিদিন ও দৈনিক গ্রামীণ দর্পন পত্রিকার কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি এবং আমরা সত্যের পথে ফেসবুক পেইজের এডমিন মো. সবুজ মিয়াকে অকথ্য ভাষায় গালি গালাজসহ প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ আগষ্ট) বিকেলে ফরিদপুর আনন্দ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি দৈনিক লাল সবুজের দেশ ও অপরাধ জগতের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব সোহেল আহম্মেদ, সাংবাদিক এডভোকেট শাহ আলম, দিদার হোসেন পিন্টু, কায়সার হামিদ, শাহিন সুলতানা, মৌসুমী আক্তার, সোহানুর রহমান, এম এ হালিম, মোঃ ছাবির উদ্দিন রাজু ও নির্যাতিত সাংবাদিক মো. সবুজ মিয়া প্রমূখ।
এই সময় সাংবাদিক নেতারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আজিজ উল্লাহর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সাংবাদিক সবুজের নিরাপত্তায় স্থানীয় প্রশাসনের সহায়তা কামনা করেন। মানববন্ধনে কুলিয়ারচর ও ভৈরব উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ২৫ আগস্ট শুক্রবার কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ওয়ার্ড সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক কমিটির সকল সদস্যদেরকে তাহার নিজ বাসভবন ঢাকায় ডেকে নিয়ে ফরিদপুর ইউনিয়ন সম্মেলন প্রস্তুতি সংক্রান্তে আলোচনা করেন।
আলোচনা সভায় সাংবাদিক সবুজ মিয়া উপস্থিত থেকে তার পেশাগত দ্বায়িত্ব পালন করতে গিয়ে তার ব্যক্তিগত মোবাইল ফোনে উক্ত আলোচনা সভার ছবি তুলে তার ব্যক্তিগত ফেইসবুকে পোস্ট করেন। পোস্টকৃত একটি ছবিতে সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপনের সাথে ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ’র ছবি না থাকায় তিনি ক্ষিপ্ত হয়।
পরদিন গত ২৬ আগস্ট শনিবার সকাল ১০টার দিকে সাংবাদিক মো. সবুজ মিয়া তার পেশাগত দ্বায়িত্ব পালনে ফরিদপুর মাজার শরীফ সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ে গেলে সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা চলাকালীন সময় সাংবাদিক সবুজ মিয়াকে অকথ্য ভাষায় গালি- গালাজ করে তাকে লাঞ্ছিত করে প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে আওয়ামী লীগ অফিস থেকে বের করে দেয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ।
এঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
Leave a Reply