৮ ম বর্ষে পদার্পণে “কালের নতুন সংবাদ”
কে শুভেচ্ছা ও অভিনন্দন।
আসছে আগামী ১ সেপ্টেম্বর “কালের নতুন সংবাদ” এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী। ২০১৫ সালের এই শোভদিনে কিশোরগঞ্জ জেলায় সংবাদপত্র জগতে “দেশ ও জাতির কল্যাণে” নতুন এই স্লোগান নিয়ে “কালের নতুন সংবাদ” তার অভিযাত্রা তথা পথাচলা শুরু করেছিল।
“দেশ ও জাতির কল্যাণে” এ স্লোগান ছিল “কালের নতুন সংবাদ” সূচনালগ্নের বার্তা। আজও নানা সন্কট পেরিয়ে দেশ ও জাতির কল্যাণে অবিচল পথ চলা থেমে নেই। চলতে চলতে ৭ম বর্ষ পেরিয়ে ৮ম বর্ষে সফল পদার্পণ।
তাই পথচলার এই শুভক্ষনে “কালের নতুন সংবাদ” পরিবার পাঠক, সংবাদকর্মী, বিজ্ঞাপনদাতা, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, অনুরাগীসহ সবাইকে অনলাইন নিউজ পোর্টাল “হাওর টাইমস”এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
মোঃ খায়রুল ইসলাম ভূইয়া
সম্পাদক ও প্রকাশক
হাওর টাইমস ২৪.কম
Leave a Reply