নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ শুক্রবার (১সেপ্টেম্বর) সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলা কমিটির উদ্যোগে গুরুদয়াল সরকারি বিশ্ববিদ্যালয়ের মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ঐতিহাসিক রথখলা মাঠে এসে শেষ হয়।
উক্ত শোভাযাত্রা শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পর্যায়ক্রমে সাবেক ভিপি হাজী ইসরাইল মিয়া, নাজমুল আলম, আমিনুল ইসলাম আশফাক, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জি,এস,শরিফ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি বাহার মিয়া, সাধারণ সম্পাদক আবু নাসের সুমন, জেলা উলামা দলের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মোশাররফ হোসেন,জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহাম্মেদ নেভিন, মৎসজিবী দলের আহবায়ক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল হক মিল্কী শ্যামল প্রমূখ।
এছাড়াও জেলা ও উপজেলা সদর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে অঙ্গিকার করেন আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবাধায়ক সরকারের অধীনে ছাড়া হতে দেয়া হবে না।
Leave a Reply