বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির, খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়ন শাখা সম্মেলনে হারুন অর রশিদ সভাপতি ও ফজলুল কাদের সুজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার (১সেপ্টেম্বর) সকালে উত্তর আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দীন আহমেদ সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়ন শাখার সভাপতি পদে হারুন অর রশিদ, সহ-সভাপতি পদে জয়নাল আবেদীন, ডেইজি আক্তার, সাধারণ সম্পাদক পদে ফজলুল কাদের সুজন, সাংগঠনিক সম্পাদক পদে জাহিদ উদ্দিন ভুইয়া ও কোষাধ্যক্ষ পদে সফিকুল ইসলামসহ ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সম্মেলনে বক্তব্য রাখেন অষ্টগ্রাম উপজেলা সভাপতি সুরুজ আলী ঠাকুর, সাধারণ সম্পাদক আতিকুর রহমান,আব্দুল্লাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ হুমায়ুন আহমেদ, প্রধান শিক্ষক পরেশ মিয়া, শিক্ষক ডেইজি আক্তার, শিক্ষক মনির হোসেন, শিক্ষক জয়নাল আবেদীন, শিক্ষক হরুন অর রশিদ, ফজলুল কাদের সুজন, নিগার সুলতানা প্রমুখ।
Leave a Reply