নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সে করিমগঞ্জ থানার মধ্য রামনগর গ্রামের মো. হাবিবুর রহমান ওরফে হাবু’র স্ত্রী।
শনিবার (২সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকায় কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. ফারুক আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও নারী ফোর্সের সহায়তায় করিমগঞ্জ থানাধীন কদিম মাঝিহাটি এলাকার আলহাজ্ব রঙ্গ মেমোরিয়াল বালিকা মাদ্রাসার সামনে অভিযান পরিচালনা তাসলিমা (৩০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করে।
এসময় তাছলিমা নিজ হাতে বের করে দেওয়া সর্বমোট ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে সন্ধ্যা ৬.৪৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে নেয়।
এ ঘটনায় কিশোরগঞ্জের করিমগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply