বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহী বিএনপির আহবায়ক মো.আবু সাইদ চাঁদ শিবপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর বক্তব্যকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জেও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু মামলা করেন। সেই মামলায় হাজিরা দিতে চাঁদকে কিশোরগঞ্জে আনা হয়েছে।
সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে তাকে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
এর আগে রোববার সন্ধ্যায় তাকে রাজশাহী কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়।
প্রসঙ্গত, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দিয়েছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। এ ঘটনায় সারা দেশে বিক্ষোভ দেখান আওয়ামী লীগ নেতাকর্মীরা। দেশের কয়েকটি জেলায় উপরোক্ত বক্তব্য নিয়ে চাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।
পরে ২৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
Leave a Reply