নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের সদর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে ৭৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত, ৮.০০ ঘটিকার কিশোরগঞ্জ সদর থানাধীন জালোয়াপাড়া এলাকায় পুলেরঘাট বাজারে মেসার্স জাহাঙ্গীর মোটরস এর সামনে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা মাদক কারবারি মো. ফারুক মিয়া (৩০), পিতা-গোলাপ মিয়া, সাং- পূর্ব কাতিয়ারচর, এবং মো. শফিক (২০), পিতা- নিজাম উদ্দিন, সাং-বীরদামপাড়া যশোদল, উভয় থানা- কিশোরগঞ্জ সদর, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদর কাছ থেকে সর্বমোট ৭৫০ (সাতশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং রাত ৮.৩০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে।
এ ঘটনায় কিশোরগঞ্জ সদর-মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply