নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬.২৫ ঘটিকায় কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. আ. জব্বার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় সদর থানাধীন পৌরসভাস্থ গাইটাল এলাকায় ১নং ওয়ার্ডের সওদাগর জামে মসজিদের পাশেই অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. হামিদুল্লা রানা (২০), পিতা- মৃত আ. কুদ্দুছ ও মো. রোহান উদ্দিন (১৯), পিতা- মো. নজরুল ইসলাম, উভয় সাং- গাইটাল সওদাগর মসজিদের পাশে, থানা- কিশোরগঞ্জ সদর, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করা হয় এবং তাদের নিজ হেফাজত হতে সর্বমোট ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে সন্ধ্যা ১৮.৩৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে।
এ ঘটনায় কিশোরগঞ্জ সদর-মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply