ইটনা প্রতিনিধিঃ
“উচ্চ মূলের ফসল চাষে অর্থ পুষ্টি দুই-ই আসে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ ইটনা উপজেলায় তিনদিন ব্যাপি কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তার বৃদ্ধি করণ প্রকল্পের সহযোগীতায় ও ইটনা উপজেলা কৃষি অফিস এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ইটনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস এর সভাপতিত্বে এবং ইটনা উপজেলা উপ-সহকারী অফিসার হাইউল ইসলামের পরিচালনা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা হাজী ইসমাইল হোসেন।
উদ্বোধনী আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ইটনা উপজেলা কৃষি অফিসার উজ্জল সাহা।
বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ঠাকুরসহ অন্যান্য নেত্রীবৃন্দ।
মেলায় অর্ভ্যথনা ও সেবা স্টল, বঙ্গবন্ধু ও কৃষি কর্ণার, কৃষি উপকরণ স্টল, আধুনিক কৃষি প্রযুক্তি স্টল, কৃষি মিউজিয়াম স্টল, নিরাপদ সবজি কর্ণার, দেশীয় ফলের সমারহ প্রদর্শনীয় স্টল, কৃষি যান্ত্রিকীকরণ স্টল, কৃষিতে সিনজেন্টা কিটনাশক স্টল ও নার্সারি স্টল সহ মোট ১০টি স্টল স্থান পায়।
বক্তাগণ কৃষি মেলার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফলের ছাড়া বিতরণ করা হয়।
Leave a Reply