নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনায় ৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সে নন্দীহাটি গ্রামের বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১০ সেপ্টেম্বর) রাতে ইটনা উপজেলা সদরের নন্দিহাটি গ্রাম হইতে ইটনা থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাবুল মিয়াকে আটক করে।
ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকির রব্বানীর নির্দেশনায় এসআই উজ্জল মিয়া ও এ এস আই জুয়েল সঙ্গীয় কনস্টেবলসহ অভিযান পরিচালনা করেন।
ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকির রব্বানী বিষয়টি হাওর টাইমসকে নিশ্চিত করে জানান, সে একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছে।
এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইটনা থানায় নিয়মিত মামলা রুজূ করে.আসমিকে আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply