নিজস্ব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরব থেকে ৪৮ কেজি গাঁজা এবং পিকআপসহ ২ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার (১১ সেপ্টেম্বর) জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) মো: নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরবপুর সাকিনস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুল ভৈরব প্রান্তে টোল প্লাজায় সকাল ৮:০৫ ঘটিকায় অনুমান ১৫০ গজ উত্তরে ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড়ে চেকপোস্ট স্থাপন করেন।
সকাল অনুমান ৮:২৫ ঘটিকায় ঢাকাগামী রেজিস্ট্রেশন নম্বরপ্লেট বিহীন একটি ডিআই পিকআপ ট্রাক চেকপোস্টের কাছাকাছি আসলে সংকেত দিয়ে থামান এবং পিকআপ ট্রাকের ড্রাইভার ২ নং আসামী সাইফুল ইসলাম সাগর (২৮), পিতা-আক্তার হোসেন, সাং-চন্ডিবের উত্তরপাড়া (মাগন হাজীর বাড়ি), থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ ও ২য় আরোহী ১নং আসামী মোঃ বিল্লাল (১৯), পিতা -জলফু মিয়া, সাং-ফুলতলী, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে কৌশলে হেফাজত গ্রহণ করেন।
ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় তাদের দখলে গাঁজা নামক মাদকদ্রব্য রয়েছে বলে স্বীকার করে ও তাদের নাম-পরিচয় প্রকাশ করে। পরবর্তীতে ১নং আসামীর দেখানো মতে পিকআপ ট্রাকের বডিতে একটি ত্রিপল দ্বারা আবৃত অবস্থায় থাকা সর্বমোট ৪৮ (আটচল্লিশ) কেজি মাদক (গাঁজা) উদ্ধার করে ৮:৫০ ঘটিকায় জব্দ তালিকামুলে জব্দ করে হেফাজতে গ্রহণ করেন। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় তাদের সহযোগী একজন অজ্ঞাত মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করেন।
এ ঘটনায় ভৈরব থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply