1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে- কানাইঘাটে পুলিশ সুপার মাহবুবুর রহমান কানাইঘাটে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে গেল সুরমা নদীতে

একজন অধ্যাপক হাকীম মাহবুবুর রহমান সাকী স্যার (হাওর টাইমস)

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৯ বার পড়েছে

একজন অধ্যাপক হাকীম মাহবুবুর রহমান সাকী স্যার (হাওর টাইমস)

লেখকঃ
হাকীম মোঃ রুহুল আমিন
প্রভাষক, তিব্বিয়া হাবিবিয়া কলেজ হাসপাতাল, ঢাকা। প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিইউএমএ কেন্দ্রীয় কমিটি।

তিনি ঘনিষ্ঠজনদের নিকট সাকী নামে সমধিক পরিচিত। ‘সাকী’ সেই হাস্যোজ্বল তরুণকে বলে যে বিশেষ অনুষ্ঠানে অতিথীবৃন্দকে পানীয় পরিবেশন করে থাকে। অর্থাৎ সকলের প্রিয়ভাজন। সুধী মহলে তিনি মাহবুবুর রহমান নামে পরিচিত। ইউনানী চিকিৎসা শিক্ষার জগতে অধ্যাপক হাকীম মাহবুবুর রহমান সাকী স্যার নামে এবং ঔষধ শিল্প জগতে রসায়নবিদ মাহবুব সাকী নামে পরিচিত।

মাহবুব অর্থ প্রিয় অর্থাৎ যাকে মানুষ ভালোবাসে এবং যে মানুষের নিকট প্রিয়। নামের প্রভাব যে আসলেই মানুষের
চরিত্রেও প্রতিফলিত হয়, এটি মাহবুবুর রহমান সাকীর দীর্ঘ জীবন পর্যালোচনা করলে সহজেই বুঝে আসে।
আসুন প্রিয় মানুষটির সফল জীবনালেখ্য সম্পর্কে সংক্ষেপে কিছুটা ধারণা নেওয়া যাক!

জন্ম ও বংশ পরিচয়ঃ
আ. খ. মাহবুবুর রহমান কুষ্টিয়া শহরের আমলা পাড়ায় ১৯৪৯ সালের ৩ মার্চ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস বর্তমান ঝিনাইদহ জেলায় শৈলকুপা থানাধীন কাঁচের কোল ইউনিয়নের মির্জাপুর গ্রাম। পিতা মৌলভী লুৎফর রহমান ছিলেন একাধারে কবি, দার্শনিক, গীতিকার ও ইসলামী চিন্তাবিদ। পিতামহ মরহুম মেহের উল্লাহ ছিলেন কোলকাতার একজন সফল ব্যবসায়ী। মোঘল সম্রাট আকবরের নবরত্ন সভার অন্যতম পারিষদ আবুল ফজল ছিলেন পরিবারের পূর্ব পুরুষ।

শিক্ষাজীবনঃ
মাহবুবর রহমান সাকী যশোহর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের ১৯৬৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় একাধিক বিষয়ে লেটার মার্কসহ ঝিনাইদহ জেলার সকল পরীক্ষার্থীদের মধ্যে সর্বাধিক নম্বর পেয়ে বেণীপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। তিনি ঢাকা কলেজ থেকে ১৯৬৭ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে ফলিত রসায়নে স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি অষ্টম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পান। কৃতি ছাত্র হিসেবে অষ্টম শ্রেণী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে বৃত্তি ভোগ করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি তিব্বিয়া হাবিবিয়া কলেজে ভর্তি হন এবং প্রতি বর্ষে ১ ম স্থান অধিকার করে ১৯৮৫ সালে ডি ইউ এম এস সমাপন করেন। ২০০৩ সালে তিনি গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞনে পোস্টগ্রাজুয়েট ডিপ্লোমা অর্জন করেন।

পেশা ও কর্মজীবনঃ
১৯৭৪ সালে খুলনায় শহীদ সোহরাওয়ার্দী কলেজে প্রভাষণার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। প্রভাষক হিসেবে বেশ কয়েক মাস দায়িত্ব পালন করার পর ঔষধ শিল্পে রসায়নবিদ হিসেবে নতুন কর্মজীবন শুরু করেন। কিন্তু শিক্ষার অনুরাগে পুণরায় তিনি পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নবকুমার ইস্টিটিউট ও শহীদুল্লাহ কলেজে শিক্ষকতা শুরু করেন । এখানে তিনি ১৯৭৬ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত তাঁর উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন। অতঃপর ১৯৮১ সালের মাঝামাঝিতে তিনি বাংলাদেশের প্রাচীনতম ইউনানী ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশে উৎপাদন ব্যবস্থাপক ও প্রধান রসায়নবিদ হিসেবে যোগদান করেন এবং কয়েক বছরের ব্যবধানে হামদর্দের সফল ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব হাকীম মোঃ ইউসুফ হারুন ভূঁইয়ার অনুপ্রেরণা ও সহযোগিতায় হামদর্দে আধুনিক উৎপাদন ও মাননিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হন।
১৯৮৯ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফেলোশিপে দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেশীয় ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানের সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করেন। তিনি দেশে ফিরে বাংলাদেশে ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থার বহুমাত্রিক উন্নয়নে করণীয় সম্পর্কে একটি প্রতিবেদন সরকারের নিকট পেশ করেন।
সানজ বাংলাদেশে উৎপাদন ব্যবস্থাপক হিসেবে এবং জেসন ন্যাচারাল প্রোডাক্টস লিমিটেডের কারখানা ব্যবস্থাপক হিসেবে কর্মকালে তাঁর কর্মনিষ্ঠা ও প্রচেষ্টায় প্রতিষ্ঠান দুইটির অভাবিতপূর্ব উন্নতি সাধিত হয়।
তিনি বাংলাদেশের অন্যতম বৃহত্তম ঔষধ শিল্প “দি একমি ল্যাবরেটরীজ লিমিটেড” — এ হার্বাল ও আয়ুর্বেদিক বিভাগের প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন (২০০৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত)।
বর্তমানে তিনি বাংলাদেশের প্রাচীনতম ইউনানী চিকিৎসা বিদ্যাপীঠ তিব্বিয়া হাবিবিয়া কলেজ হাসপাতালে অধ্যক্ষের গুরু দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন (২০১৮ খ্রিঃ থেকে অদ্যাবধি)।

পারিবারিক জীবনঃ
হাকীম আ. খ. মাহবুবুর রহমান এক মেয়ে ও এক ছেলের জনক। উভয় সন্তানই তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা থেকে কৃতিত্বের সাথে ডিইউএমএস পাশ করেন।

অবদানঃ
হাকীম আ. খ. মাহবুবুর রহমান দীর্ঘ প্রায় ৪৫ বছর ঔষধ শিল্পের সঙ্গে জড়িত। ইউনানী শিক্ষা, চিকিৎসা ও গবেষণার সাথে তিনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের তিনি একজন অন্যতম প্রবীণ ও অত্যন্ত সক্রিয় সদস্য। দীর্ঘদিন থেকে চালু পাঠ্যক্রমের সংস্কার সাধন প্রকাশনা কমিটি ও বিভিন্ন সময়ে গঠিত উপ-কমিটির কার্যক্রমে তাঁর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী প্রণয়ন ও প্রকাশনায় তিনি বিশেষ ভূমিকা পালন করেন। শায়খুল আতিব্বা হাকীম হাফেজ আজীজুল ইসলাম এর ইন্তেকালের পর জাতীয় ইউনানী ফর্মুলারী হালনাগাদ করণের লক্ষে পরিমার্জনের গুরু দায়িত্ব তাঁর উপর ন্যস্ত হয়। ইতোমধ্যে পরিমার্জনের কাজ সম্পন্ন হয়েছে এবং সংশোধিত ও পরিমার্জিত বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারীর তৃতীয় সংস্করণ বর্ধিত কলেবরে প্রকাশের অপেক্ষায় আছে।

বেসরকারী ইউনানী ও আয়ুর্বেদিক কলেজের অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত নীতিমালা ও বেসরকারী ইউনানী ও আয়ুর্বেদিক কলেজের শিক্ষক-কর্মচারীর সরকারী অনুদান বরাদ্দ নীতিমালা প্রণয়নে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। নীতিমালা দুইটি অধিকতর যাচাই-বাছাই ও কার্যকরণের কাজ সম্পন্ন শেষে বাস্তবায়িত হলে বেসরকারী ইউনানী ও আয়ুর্বেদিক কলেজ সমূহের অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের এমপিও ভুক্তির পথ সুগম হবে। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, মৎস ও পশুসম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট। ফলে ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে তিনি বিশেষ সুযোগ লাভ করেন।

বিগত বছরসমূহে বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের চোখে পড়ার মত বেশ কিছু উন্নয়ন হয়েছে। দেশীয় চিকিৎসার উন্নয়ন প্রকল্পের অধীনে বোর্ড প্রস্তাবিত সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক ডিগ্রী কলেজ প্রতিষ্ঠা, ইন্দিরা রোডে নিজস্ব বাড়ীতে অফিস স্থানান্তর, জাতীয় ইউনানী ও জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারী প্রকাশ, পাঠ্যপুস্তকসহ ১৯ টি গ্রন্থ প্রকাশ, কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান, কলেজসমূহে অনুদানের পরিমাণ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন খাতে অর্থ সংস্থান প্রভৃতি অন্যতম। বোর্ডের একজন সক্রিয় সদস্য হিসেবে তিনিও এসব সাফল্যের ভাগীদার।

চারিত্রিক বৈশিষ্ট্যঃ
হাকীম আ. খ. মাহবুবর রহমান একজন বিনয়ী সদালপী, ত্যাগী, কর্মনিষ্ঠ, নির্লোভ ও অভিজ্ঞ মেধাবী মানুষ। তিনি ইউনানী ও আয়ুর্বেদিক দেশীয় চিকিৎসা বিজ্ঞানের থিংক ট্যাংক হিসেবে বিবেচিত। তাঁর পান্ডিত্যপূর্ণ লেখায় দেশীয় চিকিৎসা সমৃদ্ধ হয়েছে। দীর্ঘদিন বোর্ডের সঙ্গে সক্রিয় সদস্য হিসেবে সম্পৃক্ত থাকায় তিনি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, তিনি যে উজ্জ্বল ভাবমূর্তি গড়ে তুলতে সক্ষম হয়েছেন, যে আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন তা কাজে লাগিয়ে বাংলাদেশে আগামী দিনে ইউনানী চিকিৎসা বিজ্ঞানের বহুপাক্ষিক উন্নয়নে আশানুরূপ অবদান রাখতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।

পেশাজীবি সাংগঠনিক সংশ্লিষ্টতাঃ
★ মহাসচিব, বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি।
★ আজীবন সদস্য, বাংলা একাডেমী।
★ আজীবন সদস্য, বাংলাদেশ রসায়ন সমিতি।
★ আজীবন সদস্য, বাংলাদেশ গ্রন্থাগার সমিতি।
★ আজীবন সদস্য, বাংলাদেশ বুক ক্লাব
★ সদস্য, বাংলাদেশ উদ্ভিদ বিজ্ঞান সমিতি।
★ আহ্বায়ক, বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী প্রণয়ন কমিটি।
★ আজীবন সদস্য, ইন্ডিয়ান ফার্মাকোলজী এসোসিয়েশন।
★ সদস্য, বাংলাদেশ বোর্ড অব ইউনানী ও আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন, ১৯৮২ সাল হতে।
★ সদস্য, পরীক্ষা পরিষদ বাংলাদেশ বোর্ড অব ইউনানী ও আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন।
★ সদস্য সচিব, পরিচালনা পরিষদ, তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা।
★ সভাপতি, বাংলাদেশ ইউনানী ফার্মাসিস্ট এসোসিয়েশন।
★ সভাপতি, অণ্বেষা বিজ্ঞান ক্লাব।
★ প্রাক্তন সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি।
★ প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক, শৈলকুপা উপজেলা সমিতি, ঢাকা।
★ প্রাক্তন সদস্য, বৃহত্তর যশোর জেলা সমিতি, ঢাকা।
★ সদস্য/বিকল্প কো-চেয়ারপারসন, ভেষজ খাত উন্নয়ন কৌশল বাস্তবায়ন কমিটি, বিশ্ব বাণিজ্য সংস্থা, জাতিসংঘ সদর দফতর, জেনেভা, সুইজারল্যান্ড।
★ আজীবন সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা সিটি ইউনিট।
★ সদস্য, ওয়ার্ল্ড সোসাইটি ফর কনজারভেশন অব সয়েল অ্যান্ড এনভারমেন্ট।
★ সদস্য, বাংলাদেশ পরিবেশ আন্দোলন
★ সম্পাদক, আল-হাকীম
★ সম্পাদক, স্বাস্থ্য সাময়িকী
★ Editor, Bangladesh Journal of Integrated Medicine

দেশ-বিদেশের বিভিন্ন সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণঃ
★ 1st International Conference on Unani Medicine New Delhi, India.
★ South Asian Regional Conference on Traditional Medicine, Patna, Kerela, India.
★ Ayurveda Congress, 2000, Koly, India.
★ International Ayurvedic Conference, Jamnagar, Gujrat, India.
★ Ayurvedic 2007 : International Conference of Ayurvedic and other systems of Traditional Medicine, Colombo, Srilanka.
★ International Training Workshop on Herbal Products and TCM, Shandong, China.
★ ASOMPS IX, Dhaka, Bangladesh.
★ ASOMPS X, Unan, China.
★ Poulty Science Conference, Taiwan.
★ VIV Asia : International Poulty Science Conference, Thailand.
★ World Poulty Science Seminar, Dhaka.
★ Traditional Medicine : Health for All Seminar, Katmundu, Nepal.
★ IUPAC symposium on Harbal Medicine, Dhaka, Bangladesh.
★ International Conference on Medicinal Plants and Traditional Medicine in ASEAN and BIMSTEC Countries, Manipur, India.
★ International Conference on Fundamentals of Unani Medicine the Basis for Complete Health, Alighar, India (03-04, December, 2019)

এছাড়াও তিনি দেশের বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্স ও কর্মশালায় মূল্যবান প্রবন্ধ-নিবন্ধ উপস্থাপন করেন।

প্রকাশনাঃ
★ অবলার আর্তনাদ (গীতি কবিতা, ১৯৭০)
★ তত্ব ও তথ্যে নিরক্ষতা দূরীকরণ (১৯৮০)
★ মহান বিজ্ঞানী অ্যালফ্রেড নোবেল (১৯৮২)
★ দেশীয় চিকিৎসার বিকাশ ও উন্নয়ন (১৯৮৩)
★ মাদাম কুরী : জীবন ও কর্ম (১৯৮৪)
★ সাধারণ বিজ্ঞান সার, তৃতীয় সংস্করণ (২০০৭)
★ মাত্রিক বিশ্লেষণ, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাঠ্য (২০০০)
★ খাদ্য রসায়ন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাঠ্য (২০০১)
★ গ্লাস-২, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাঠ্য (২০০১)
★ কাঁচ ও সিরামিক, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাঠ্য (২০০২)
★ ইউনানী ভেষজ বিজ্ঞান, বাংলাদেশ বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন এর ২য় বর্ষের পাঠ্য (২০১৫)
★ ইউনানী চিকিৎসা বিজ্ঞানের অভিধান, বাংলাদেশ বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন কর্তৃক প্রকাশিত (২০২০)
★ আল কুরআনে বিশ্ব প্রকৃতি (প্রকাশিতব্য)।
★ দেশী-বিদেশী দৈনিক ও সাময়িক পত্র-পত্রিকায় প্রকাশিত সাহিত্য, জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক বাংলা ও ইংরেজী প্রবন্ধ-নিবন্ধ সংখ্যা শতাধিক।

সংকলন ও প্রকাশনায়ঃ
হাকীম মোঃ রুহুল আমিন
প্রভাষক, তিব্বিয়া হাবিবিয়া কলেজ হাসপাতাল, ঢাকা
প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিইউএমএ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST