নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার শোলমারা এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
এতে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ -১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) তাদের সঙ্গে ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মাছুমা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শরীফুল ইসলাম শরীফ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল গনি ঢালী লিমন প্রমুখ ছাড়াও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল দুদিনের সফরে আজ দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউজে আসেন। পরে সেখান থেকে তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার শোলমারা এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে মিঠামইনের উদ্দেশ্যে কিশোরগঞ্জ ত্যাগ করেন। রাতে মিঠামইনে প্রেসিডেন্ট রিসোর্টে রাত্রি যাপন করবেন।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) জেলার হাওর উপজেলা ইটনা ও অষ্টগ্রাম উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে প্রতিমন্ত্রীর।
Leave a Reply