মো. নজরুল ইসলাম, হাওরাঞ্চল প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হারুন-অর-রশিদ হাওরাঞ্চলে সরকারের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরার উদ্দেশ্যে ‘হাওরাঞ্চলে প্রাথমিক শিক্ষা’ শীর্ষক একটি বই রচনা করেন।
আজ বুধবার (২০ সেপ্টেম্বর) উপজেলার সম্প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন- অর-রশিদের সভাপতিত্বে বইটির মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, অষ্টগ্রাম সরকারী রোটারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান।
উক্ত মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বিভিন্ন দফতরের সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক তাঁর বক্তব্যে বইটিতে হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার নানা দিক সুন্দরভাবে উপস্থাপনের জন্য লেখকের ভূয়ষী প্রশংসা করেন। এই বইটি হাওরাঞ্চলে প্রাথমিক শিক্ষার কর্মকান্ড তুলে ধরতে এবং হাওরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সরকারের বিভিন্ন নীতি নির্ধারনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বইটির লেখক অষ্টগ্রামের ইউএনও মো. হারুন-অর-রশিদ তার বক্তব্যে বলেন, হাওরাঞ্চলে প্রাথমিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই অঞ্চলের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অন্যান্য অঞ্চলের চাইতে পিছিয়ে রয়েছে। এ বিষয়টি বিবেচনা করেই বইটি রচনা করা হয়েছে। বইটি প্রাথমিক শিক্ষা তথা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।
উল্লেখ্য, বইটির লেখক ও উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর-রশিদ অষ্টগ্রামে যোগদানের পর থেকেই হাওরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নিরলষ ভাবে কাজ করে যাচ্ছেন। যার স্বীকৃতি স্বরূপ তিনি পরপর দুইবার প্রাথমিক শিক্ষায় জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হন।
Leave a Reply