হাওরাঞ্চল প্রতিনিধিঃ
তৃতীয় বারের মত জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুন-অর- রশিদ।
এবার প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য গত ১৭ সেপ্টেম্বর কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম এবং জেলা প্রাথমিক শফিউল হক এর যৌথ স্বাক্ষরিত এক পত্রে প্রাথমিক শিক্ষার বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ ইউএনও ঘোষণা করা হয়। এর আগে ২০২২ সালেও তিনি একই ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়ে প্রাথমিক শিক্ষা পদক লাভ করেছিলেন। এ ছাড়া তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধনেও জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
সূত্র জানায়, জেলায় প্রাথমিক শিক্ষা পদকের শ্রেষ্ঠ কাব শিক্ষক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা এবং শ্রেষ্ঠ বিদ্যালয় ক্যাটাগরিতেও অষ্টগ্রাম উপজেলা শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক হাটখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া খাতুন,শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দোলনা রানী সরকার ও শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে পশ্চিম আব্দুল্লাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে।
উল্লেখ্য যে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ অষ্টগ্রামে যোগদানের পর থেকেই প্রাথমিক শিক্ষায় বিভিন্ন ধরনের পরিবর্তন এনেছেন। ইতিমধ্যে প্রাথমিক বিদ্যালয়ে ঝড়ে পড়া শিক্ষার্থীদের হার এ উন্নীত হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে গড় উপস্থিতির হারও বেড়েছে । মো. হারুন-অর-রশিদ ২০২২ সালের মার্চের প্রথম দিকে অষ্টগ্রাম উপজেলায় যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি হাওরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন, সকল বিদ্যালয়ে বৃক্ষরোপন করেছেন, প্রাথমিক বিদ্যালয়ের মান উন্নয়নে বিভিন্ন সেমিনারের আয়োজন করেছেন, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নিজে ক্লাস নিয়েছেন এবং বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তাৎক্ষণিক সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে একাধিক অবিভাবকেরা জানান।
তিনি কোমলমতি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে অষ্টগ্রামের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে একই দিনের একই সময়ে নিজের হাতের লেখা একটি চিঠি তুলে দিয়েও প্রশংসীত হয়েছেন। যা উপজেলার সকল মহলে আলোড়নের সৃষ্টি করেছিল। তাঁর নেতৃত্বে অষ্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে উপজেলা কাব ক্যাম্পুরী। যা ছিল অষ্টগ্রাম তথা কিশোরগঞ্জ জেলার ইতিহাসে সব চেয়ে বর্ণিল ক্যাম্প। তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে নিজের মেয়েকে উপজেলার হাওর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়েছে। এছাড়াও ইতিমধ্যে হাওরের প্রাথমিক শিক্ষার প্রসার ও উন্নয়নে “হাওরাঞ্চলে প্রাথমিক শিক্ষা”শীর্ষক একটি বইও লিখেছেন। যে বইটি সম্প্রতি হাওরেই মোড়ক উন্মোচন করেছেন।
Leave a Reply