মোঃ সুমন মিয়া, বিশেষ প্রতিনিধিঃ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী কর্মী মৃত্যু বরন করেছে। নিহত প্রবাসীর নাম মিনহাজ উদ্দিন (৩০)।
গত শনিবার (১৬ সেপ্টেম্বর) সৌদীতে স্থানীয় গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে মারাত্বক আহত মিনহাজ উদ্দীনকে সৌদি আরবের একটি হাসপাতাল ভর্তি করা হয়।
পরিবারের হাল ধরতে মাত্র সাত মাস আগে বিদেশে গিয়েছিলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা কামালপুর গ্ৰামের মৃত আব্দুল হাইয়ের বড় ছেলে মিনহাজ উদ্দিন ।
পরিবারের একমাত্র ছেলে মিনহাজ উদ্দিন আর তার তিন বোন। নিহত মিনহাজ উদ্দিনের ৮ বছরের একটি মেয়ে, ৪ বছরের ছেলে রেখে আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) সৌদির আরবে চিকিৎসাধীন একটি হাসপাতালে মৃত্যু বরন করেন।
এলাকাবাসী ও স্বজনদের একটাই দাবী দূত মরদেহ বাংলাদেশে পাঠানোর।
Leave a Reply