ঢাকা প্রতিনিধিঃ
গণফোরাম কেন্দ্রীয় কমিটির সভা দলের সভাপতি ও বাংলাদেশের সংবিধান প্রণেতা ড.কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতি ও বাংলাদেশের সংবিধান প্রণেতা ড.কামাল হোসেনের সভাপতিত্বে
অনুষ্ঠিত হয়েছে।
সভায় গণফোরাম সাধারণ সম্পাদক ডা.মো.মিজানুর রহমান বার্ষিক সাংগঠনিক রিপোর্ট পেশ করেন।
সভায় গণফোরামের সভাপতি পরিষদ সদস্য ও জাতীয় সংসদ সদস্য মোকাব্বির খান, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান, এড. এসএম আলতাফ হোসেন, মোশতাক আহমেদ, এড. সুরাইয়া বেগম, এড.এ আর জাহাঙ্গীর, শাহ নুরুজ্জামানসহ সম্পাদক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উক্ত সভায় আগামি ২৭ অক্টোবর দলের কেন্দ্রীয় বিশেষ কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃতিত হয়।
Leave a Reply