এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসের আলোচনা সভা ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ভৈরব উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত ধর্মপ্রাণ মানুষ ঢাকা সিলেট মহাসড়কের ভৈরবে পাইকারি ফল মার্কেটের সামনে জমায়েতে হয়।
আলোচনা সভা শেষে বেলা সাড়ে ১১টায় একটি গণমিছিল বের করা হয়। গণ মিছিলটি মহাসড়ক হয়ে ভৈরব বাজারস্থ কেবি পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
জশনে জুলুস মিছিলে বিভিন্ন রকম ব্যানার-ফেস্টুন নিয়ে নবীপ্রেমী কয়েক হাজার মানুষ অংশ নেয়। পরে বাংলাদেশের মুসলমানসহ বিশ্ববাসীর শান্তি কামনায় মোনাজাত করা।
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ভৈরব শাখার সভাপতি হাজী মো: আব্দুল করিম মিয়ার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক সামসুজ্জামান বাচ্চু সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন শায়েখ আল্লামা আবু সুফিয়ান খাঁন আবেদী আল-ক্বাদেরী এবং জহিরুল ইসলাম ফরিদী।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঈদে মিল্লাদুন্নবী (দঃ) উদযাপন কমিটির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল-মামুন।
এসময় উপস্থিত ছিলেন পীরে তরিকত এ.আই.এম মাহবুব উল্লাহ আল কাদেরী, প্রধান পৃষ্ঠপোষক গাউছিয়া জামে মসজিদের মুতাওয়াল্লি আলহাজ্ব মুহাম্মদ মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল মনসুর, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আল-মামুন, ভৈরব ফল ব্যবসায়ী মালিক সমিতি সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম, সাধারণ সম্পাদক রাকিব রায়হান প্রমুখ।
Leave a Reply