এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত হয়েছে।
জন্মবার্ষিকী উপলক্ষে আজ (২৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভৈরব উপজেলা ও পৌর আওয়ামীলীগ জন্মদিন পালনের আয়োজন করেন। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মো. অহিদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, বীরমুক্তিযোদ্ধা তালওয়াত হোসেন বাবলা, সহ-সভাপতি হাজী মো. সেলিম খান, পৌর আওয়ামীলীগের সভাপতি এসএম বাকি বিল্লাহ, সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা আওয়ামীলীগ নির্বাহী সদস্য কবিরুজ্জামান রুমান প্রমুখ। এসময় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আসমা আহমেদ, ভৈরব উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মানোয়ারা বেগম, কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান মো. লিটন মিয়া। এসময় উপজেলা স্বেচ্ছাসেবলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অরুণ আল আজাদ, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমির হামজা, সাধারণ সম্পাদক মো. রিয়াদ মিয়াসহ ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগসহ দলীয় অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply