কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
জাতীয় পার্টির মহাসচিব এবং শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি (করিমগঞ্জ-তাড়াইল)’র সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেছেন, আমেরিকার ভিসা স্যাংশনের জন্য আওয়ামী লীগ ও বিএনপি দুইদলই দায়ী। এই দল দুটির কারণেই আমাদের দেশে ভিসা স্যাংশন দেওয়া হয়েছে। কারণ আওয়ামী লীগ ও বিএনপি উভয়েই অতীতে আমেরিকায় লবিস্ট ফার্ম ভাড়া করেছে তাদের পক্ষে কথা বলার জন্য।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে করিমগঞ্জ উপজেলার দেহুন্দা বাজারে আয়োজিত এক সমাবেশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘বাংলাদেশে বর্তমানে যে নির্বাচন পদ্ধতি আছে সে পদ্ধতিতে কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শুধু প্রার্থীবিহীন আনুপাতিক হারে নির্বাচন হলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।
মুজিবুল হক চুন্নু আরও বলেন, ‘আমাদের সংবিধান অনুযায়ী নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের আর কোনো পথ নেই। প্রয়োজনে সংবিধানের আলোকেও সুষ্ঠু নির্বাচনের পথ বের করা যায়।
‘আমরা কোনো দলের এক দফার মধ্যে নেই। আমাদের এক দফা হচ্ছে জনগণের দফা’ মন্তব্য করে মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমরা মানুষের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছি, নির্বাচন কমিশনের কাছেও দাবি জানিয়েছি।’
ভাটিয়া বাজার-দেহুন্দা রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পাঠির সভাপতি মতিউর রহমান।
একই দিন তিনি করিমগঞ্জ গোজাদিয়া পাকা সড়কের ভিত্তি প্রস্তর ও আলোচনা সভায় যোগ দেন।
Leave a Reply