1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে- কানাইঘাটে পুলিশ সুপার মাহবুবুর রহমান কানাইঘাটে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে গেল সুরমা নদীতে

করিমগঞ্জের গুজাদিয়ায় রাস্তা পাকা করণ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি চুন্নু

  • প্রকাশের সময় শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৭ বার পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের নামা পাড়া পাকা রাস্তা থেকে মালির দিঘি রাস্তা পর্যন্ত পাকা করনের ভিত্তিপ্রস্তুর স্থাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে গুজাদিয়া ইউনিয়ন জাতীয় পার্টি।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল তিনটায় করিমগঞ্জের গোজাদিয়ার নামাপাড়ায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মানিত সদস্য এবং করিমগঞ্জ জাতীয় পার্টির আইন বিষয়ক সম্পাদক ও গুজাদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ(রুপক)।

অনুষ্ঠানটি পরিচালনা করেন করিমগঞ্জ জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও গুজাদিয়া ইউনিয়ন জাতীয় পার্টি প্রথম যুগ্ম আহ্বায়ক ও গুজাদিয়া ইউনিয়ন পরিষদের দুইবারের সফল চেয়ারম্যান রফিকুল ইসলাম।

পবিত্র কুরআন তেলওয়াতের মধ্যে দিয়ে শুরু হয় সভার কার্যক্রম, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল – করিমগঞ্জ নির্বাচনী আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা জাতীয় পার্টির মহাসচিব এড: মুজিবুল হক চুন্নু।

উপস্থিত ছিলেন সাবেক করিমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমজাদ হোসেন দিদার।

উপস্থিত ছিলেন পাকুন্দিয়া-কটিয়াদি (সংসদীয় আসন ২ এর) এর জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশি এড: জাহাঙ্গীর আলম শওকত, উপস্থিত ছিলেন মুক্তি যুদ্ধা হাবিবুর রহমান, গুজাদিয়া ইউনিয়ন জাতীয় পার্টি যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান, যুগ্ম আহ্বায়ক ডা: সাইফুল ইসলাম, ৮ নংওয়ার্ডের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সহ কিশোরগঞ্জ, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির বিভিন্ন জাতীয় পার্টির বিভিন্ন নেতাকর্মীগণ।

উপস্থিত বক্তারা সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুকে তাড়াইল ও করিমগঞ্জের উন্নয়নের রুপকার হিসাবে আক্ষায়িত করে তার হাতে করা, বিভিন্ন রাস্তা ব্রিজ কাল্বার ও স্কুল কলেজর উন্নয়নের প্রসংশা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মুজিবুল হক চুন্নু , প্রথমে তিনি ড: এম ওসমান গনি সাহেবের গুন কীর্তন আলোচনা করেন ও তার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন। বিভিন্ন আলোচনার পরিপেক্ষিতে, তিনি আওয়ামী লীগ সরকার ও তার অর্থ মন্ত্রীর তীব্র সমালোচনা করে বলেন, অর্থ মন্ত্রীর কাছে বিদেশে পাচার অর্থের হিসাবে চাইলে, অর্থ মন্ত্রী অর্থের হিসেবে দিতে ব্যার্থ হয় বলে তিনি জানান, তিনি আরও বলেন জাতীয় পার্টি, যদিও আমরা মহাজোটে সরকার গঠন করি, তথাপি আমি জনগণের সার্থে সংসদে যা বলার দরকার আমি তাই বলেছি, তিনি আরও বলেন, বর্তমানে নির্বাচন নিয়ে দেশে আওয়ামী লীগ ও বি,এন,পি নানান তাল-বাহানা শুরু করেছে, একদল বলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কথা অন্য দল বলে না তত্বাবধায়ক সরকারের দরকার নেই, আমরা জাতীয় পার্টি বলি মন ভালো থাকলে এই সবের দরকার হয় না, আসলে দুই দলের মধ্যে কোন দলেরই নিজের উপর আস্তা নাই,তাই তারা এমন করছে।

তিনি বলেন আমাকে নিয়ে দুই দলের টানাটানি করছে কারণ তারা জানে আমার নির্বাচনী এলাকায় ভোটের দিক থেকে বিবেচনা করলে, আমাদের অন্য পার্টির তুলনায় কম নেই বরং সমান সমান,তাই তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন আমার কোন বিকল্প নেই, তিনি আরও বলেন যে পার্টিই ক্ষমতায় যেতে চায় আমাকে বলে যেতে হবে। তিনি বলেন জাতীয় পার্টি আর কারও উপর উঠার সিড়ি হতে চায় না, তারা এইবার একক ভাবে নির্বাচন করবে।

পরিশেষে তিনি নিজের ও উপস্থিত সকালের সুস্থতা কামনা করে গুজাদিয়া ইউনিয়নের অসমাপ্ত রাস্তা, প্রতিষ্ঠানসহ বিভিন্ন কাজের মধ্যে দিয়ে উন্নয়নে দ্বারা অব্যাহত থাকার প্রতিস্রুতি দিয়ে বক্তব্য শেষ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST