নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের বন্দর নগরী ভৈরবে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
সোমবার (২ অক্টোবর) বিকাল ৫.২০ ঘটিকায় ৫৫০ (পাঁচশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ভৈরব থানার বউ-বাজার এলাকায় অভিযান পরিচালনা করে চায়না বেগম (৪০) কে ইয়াবা বিক্রয় করার সময় কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেফতার করে।
গ্রেফতারকৃত চায়না বেগম (৪০) কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পঞ্চবটি বৌ-বাজার এলাকার মো. আমান উল্লাহর স্ত্রী।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. মাহমুদুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় নারী অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত নারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নারী মাদক কারবারির হেফাজত হতে তার নিজ হাতে বের করে দেওয়া সর্বমোট ৫৫০ (পাঁচশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক বিকাল ৫.২০ ঘটিকায় জব্দ করেন।
এ ঘটনায় কিশোরগঞ্জের ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply