মোঃ ছাবির উদ্দিন রাজু,নিজস্ব প্রতিনিধিঃ
কুলিয়ারচর উপজেলা জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধায় ছয়সূতি বাসস্ট্যান্ড মার্কেটে কুলিয়ারচর উপজেলা জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় নেতা মোঃ হারুন, কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কিশোরগঞ্জ সদর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আশরাফ উদ্দিন রেনু, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাঈয়ুম, কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও কিশোরগঞ্জ- ৫ আসন (বাজিতপুর- নিকলী) আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শামসুল আলম, কুলিয়ারচর উপজেলা জাতীয় পার্টির সমন্বয়কারী নুরুল কাদের সোহেল, কিশোরগঞ্জ ৬ আসন (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য প্রার্থী সাংবাদিক ও অভিনেতা মোঃ শামীম আহমেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা জাতীয় পার্টির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, ভৈরব উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক সাংবাদিক নেতা ছাবির উদ্দিন রাজু, বাজিতপুর পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মিয়া, ভৈরব উপজেলা জাতীয় পার্টির অন্যতম সদস্য আব্দুল মান্নান মিয়া, ভৈরব পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও যুবসংহতি ভৈরব পৌর শাখার আহবায়ক মোঃ মনির হোসেন, কালিকাপ্রসাদ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মজলিস খান কামাল প্রমূখ।
উক্ত কর্মী সম্মেলনে ৬ সদস্যের একটি লিখিত কুলিয়ারচর উপজেলা জাতীয় পার্টির নব গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হাজী জিল্লুর রহমান, কুলিয়ারচর উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শামসুল আলম, মোঃ সজল মোল্লা, মোজ্জাম্মেল হোসেন, সাংবাদিক মোঃ শামীম আহমেদ,এমদাদুল হক কে নির্বাচিত করা হয়।
Leave a Reply