মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী আগামীকাল শুক্রবার (৬ অক্টোবর) দিনব্যাপি সরকারি সফরে বিরলে আসবেন।
এই সফরে তিনি বিরল উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন’সহ বিভিন্ন স্থানীয় কর্মসূচীতে যোগ দিবেন।
উল্লেখযোগ্য কর্মসূচীর মধ্যে বেলা ৩টায় উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের বেতুড়া বাজারে উপস্থিতি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ঢাকা’র সহায়তায় নির্মিত শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী।
এরপর বেলা ৩টা ১৫ মিনিটে একই ইউনিয়নের বেতুড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারণ ২য় ও ৩য় তলা এবং বালান্দোর উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা বিশিষ্ট এক’তলা ভবনের শুভ উদ্বোধন শেষে সূধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খালিদ মাহমুদ চৌধুরী, এমপি।
বিরলে সফর শেষে রাত সাড়ে ৭টায় বিরল উপজেলা হতে সড়কপথে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী।
Leave a Reply