রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় রাতের আঁধারে সীমানা অতিক্রম করে মেঘনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার আটক করেছে চাঁনপুর গ্রামবাসী।
গ্রামবাসীর অভিযোগ,ইজারাদারদের লোকজন পার্শবর্তী নবীনগর সীমানার কেদারখোলা বালু মহলে বালু উত্তোলন করার কথা থাকলেও তারা ঐ সীমানা অতিক্রম করে রায়পুরার সীমানায় এসে বালু উত্তোলন করে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে রায়পুরার সীমানার চাঁনপুর গ্রামের বালুচরের ফসলী জমিতে তারা ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন করছিলো। এ সময় টের পেয়ে গ্রামের সকলে একত্রিত হয়ে ড্রেজারটি আটক করেন।
এ সময় ড্রেজারের লোকজন পালিয়ে যায়। পরে খবর পেয়ে এস আই সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে ড্রেজারটি পান্থশালা খেয়াঘাটে আনার প্রয়োজনীয় ব্যবস্থা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেন বলেন,ড্রেজার মালিক এখনি যোগাযোগ করেনি। যোগাযোগ করার পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply