নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
শনিবার (৭ অক্টোবর) সকাল সোয়া আটটায় এসআই(নি.) মো. নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় পাকুন্দিয়া থানাধীন আঙ্গিয়াদী আদিত্যপাশা লাউতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. রফিক মিয়া (৩৮), পিতা- মো. শামসুদ্দিন, সাং- আদিত্যপাশা, থানা- পাকুন্দিয়া, জেলা-কিশোরগঞ্জকে গাঁজা বিক্রয় করার সময় গ্রেফতার করেন এবং গ্রেফতারকৃতর হেফাজত হতে তার নিজ হাতে বের করে দেওয়া সবুজ পলিথিন দিয়ে মোড়ানো সর্বমোট ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন।
এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।আটককৃতকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply