নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনা থানা পুলিশের পৃথক অভিযানে ২৯ গ্রাম হেরোইন এবং ৫ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
শনিবার (৭ অক্টোবর) বিকাল ও রাতে পৃথক দুটি অভিযানে জেলার ইটনা থানার অফিসার ইনচার্জ ওসি জাকির রব্বানী গোপন সংবাদের ভিত্তিতে নিজেই সঙ্গীয় ৮ জন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।
বিকালে ওসি জাকির রব্বানী ইটনায় সদর ইউনিয়নে পশ্চিমগ্রাম সড়কহাটিতে মাদক কেনাবেচার গোপন সংবাদে তাৎক্ষণিক অভিযানে নিজেই পরিচালনা করে ২৯ গ্রাম হেরোইনসহ মাদক ক্রয় বিক্রয়ের সময় হাতেনাথে ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল ইটনায় সদর ইউনিয়নের পশ্চিমগ্রাম সড়কহাটির আব্দুল জলিলের পুত্র কণ্ঠশিল্পী আতাউর রহমান লেলিন(৩৫),পুরানহাটির আঃগনির পুত্র মিজান(৩৫) এবং নয়াহাটির নুরুল ইসলামের পুত্র এরশাদ মিয়া (৩৫) তিন জনকে আব্দুল জলিলের পুত্র কণ্ঠশিল্পী আতাউর রহমান লেলিন বাসা থেকে হাতেনাতে আটক করেছে।
অপরদিকে মৃগা ইউনিয়নের আজমিরীগঞ্জ বাজারে শাহাবুদ্দিন মেম্বারের দোকানের সামনের সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলো করিমগঞ্জ থানার নিয়ামতপুর এলাকার মনসন্তোষের মজলু মিয়ার ছেলে উসমান গনির (২৪),ইটনা থানার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ শান্তিপুরের রোছন আলীর ছেলে জজ মিয়া (২৩) এবং রাশিদ মিয়ার ছেলে শেখ ফরিদ (২২)।
এ ঘটনায় গ্রেফতারকৃদের বিরুদ্ধে ইটনা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply