নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনায় হিন্দু ধর্মালম্বীদের উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) সকালে থানা প্রাঙ্গণে ইটনা থানার আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির রব্বানী’র সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান ও অষ্টগ্রাম সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার) শ্যামুয়েল সাংমা।
ইটনা পূজা উদযাপন কমিটির সভাপতি তাপস রায়, সাধারণ সম্পাদক কৌষিক রায়সহ ৩৭টি পূজা মন্ডবের সভাপতি, সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় অষ্টগ্রাম সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার) শ্যামুয়েল সাংমা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা বিষয়ে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে জানান, এই ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না। আসন্ন শারদীয় দুর্গাপূজায় অতীতের তুলনায় এবারও ব্যাপক পুলিশের পাশাপাশি আনসার সদস্যদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা হবে। পূজার সম্প্রীতির পরিবেশ বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
Leave a Reply