নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার করেছে।
রোববার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬.২৫ ঘটিকায় সর্বমোট ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ কিশোরগঞ্জ সদর থানার যশোদল সিদ্ধেশ্বরী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মো. শাহ আলম মিয়া (২৫) ও মো. সাব্বির হোসেন (২৭) কে ইয়াবা বিক্রয় করার সময় কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মো. শাহ আলম মিয়া (২৫) কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার গাইটাল নয়াপাড়া জনতা স্কুল রোড এলাকার মো. আ. রাশিদের ছেলে এবং গ্রেফতারকৃত অপরজন মো. সাব্বির হোসেন (২৭) একই এলাকার মো. রুবেল মিয়ার ছেলে।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তাদের নিজ হাতে বের করে দেওয়া সর্বমোট ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক সন্ধ্যা ৬.২৫ ঘটিকায় জব্দ করেন।
এ ঘটনায় কিশোরগঞ্জ সদর-মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply