এম. আজিজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, রায়পুরাঃ
নরসিংদী রায়পুরায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন রায়পুরা উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১অক্টোবর) সকালে উপজেলা পরিষদের হলরুমে সংগঠনটির সভাপতি এশিয়ান টেলিভিশন ও দৈনিক আমাদের সময় এর রায়পুরা প্রতিনিধি মেহেদী হাসান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলার তাজা খবর এর এডিটর হারুন অর রশীদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লাইলা কানিজ।
এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)’র কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ, যুগ্ম-সাধারন সম্পদক মোশাররফ হোসেন নিলু, সংগঠনের আইন বিষয়ক উপদেষ্টা অ্যাড. হারুনুর রশীদ, রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রফিকুল হক, রায়পুরা উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অজয় সাহা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান, সংগঠনের সহ-সভাপতি অহিদুজ্জামান পলাশ, রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি তৌফিকুল ইসলাম তৌফিক, কোষাধ্যক্ষ দৈনিক আমাদের নতুন সময় এর রায়পুরা প্রতিনিধি এম.আজিজুল ইসলামসহ অন্যান্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তাগন রায়পুরা মফস্বল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে স্বাগত জানান এবং বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আহ্বান জানান।
Leave a Reply