মোঃ ছাবির উদ্দিন রাজুঃ
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উদ্যোগে কমরেড জসীম উদ্দিন এর মৃত্যুতে ভৈরবে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল ৩ টায় ভৈরব পৌর শহরের জগন্নাথপুর লক্ষীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চত্বরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ভৈরব শাখার আয়োজনে পল্লীবন্ধু পরিষদ ভৈরব শাখার আহ্বায়ক মাহবুবুর রহমান এর বাবা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ভৈরব শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড জসীন উদ্দিন আহমেদ এর মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি কমরেড আব্দুর রহমান রুমি, সিপিবি বি-বাড়িয়ার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সংগঠক কমরেড সাজিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ ভৈরব শাখার সাবেক ডিপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ, সিপিবি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড এ্যাড এম. এনামুল হক, সিপিবি নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড তোফাজ্জল হোসেন শান্তি।
সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আবু তাহের মাষ্টার।
এছাড়াও আমন্ত্রণিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী রিয়াজুল হক, যুগ্ম সাধারণ ও সাংবাদিক নেতা ছাবির উদ্দিন রাজু, ভৈরব পৌর জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক বাবুল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক নেতা শামীম আহমেদ, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply