কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
‘স্বাস্থ্যবান ভবিষ্যতের জন্য ডিম’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর মহাদেবপুরে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষ শাপলায় আয়োজিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্যদেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মালেক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারি প্রকৌশলী ইমদাদুল হক, সফাপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু, ভেটেরিনারি সার্জন ডা. আল আমিন তাং, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
Leave a Reply