বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুরে ডুবে মো. আবু ত্বহা (৩), হালিমা খাতুন (৮) এবং মৃত্তিকা আক্তার (১০) নামে তিন শিশুর মৃত্যু হয়েছে। মো. আবু ত্বহা উপজেলার মসূয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মুফতী ইসমাইল হোসেনের ছেলে, হালিমা খাতুন কটিয়াদী পৌরসভার দড়ি চরিয়াকোনা মহল্লার সুমন মিয়ার মেয়ে এবং মৃত্তিকা আক্তার একই মহল্লার বাচ্চু মিয়ার মেয়ে।
জানা যায়, আজ শনিবার (১৪ অক্টোবর) সকালে বাড়ির নিকট পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় মো. আবু ত্বহা। বেলা ১১ টার দিকে প্রতিবেশী এক মহিলা তাকে পুকুরে ভাসতে দেখে চিৎকার করলে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপর ঘটনায় দুপুরে হালিমা ও মৃত্তিকা পুকুরে গোসল করতে নামে। এদের একজন পানিতে ডুবে যাচ্ছে দেখে অন্যজন জড়িয়ে ধরলে দুইজনই পানিতে ডুবে যায়। তাদেরকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply