বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি মো. নাজিম উদ্দিন ও চাকসুর’ জিএস আজিম উদ্দিনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে।
নতুন রাজনৈতিক দল প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম।এতে চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন সাবেক বিএনপি নেতা মো. নাজিম উদ্দিন ও মহাসচিব হিসেবে থাকবেন জিএস আজিম উদ্দিন।
আগামী এক মাসের মধ্যে ঢাকায় কনভেনশন করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হবে। দলটিতে বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক মন্ত্রী আরিফ মঈন উদ্দিনসহ বিএনপির আরও নেতা থাকবেন বলে জানিয়েছেন দলটির দুই নেতা। এ ছ’ড়াও ঢাকার কনভেনশনে আরও চমক থাকার ঘোষণা দিয়েছে তারা।
রোববার (১৫ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সংবাদ সম্মেলন মাধ্যমে দলটির অত্মপ্রকাশের ঘোষণা দেন চাকসুর সাবেক ভিপি মো. নাজিম উদ্দিন ও জিএস আজিম উদ্দিন আহমেদ।
সংবাদ সম্মেলনে মো. নাজিম উদ্দিন বলেন আসছে নির্বাচনে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম অংশ নিবে। এরইমধ্যে ১০০ আসনের প্রার্থী দলটির নেতাদের সঙ্গে যোগাযোগ করেছে। ঢাকার কনভেনশনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। যেখানে বিএনপির অনেক হেভিওয়েট নেতাসহ বিভিন্ন চমক থাকবে।
এ সময় আজিম উদ্দিন আহমেদ বলেন, আমরা রাজনৈতিক দল হিসেবে ‘নিবন্ধনের জন্য অবেদন করব। নির্বাচনের আগে তো পাওয়া সম্ভব হবে না। আমরা এখন জোটের ব্যাপারে মহাজোটের সঙ্গে আলোচনা করব। এর মধ্যে যে কোনো একটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা রয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আ জিম উদ্দিন বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। একটা অনিশ্চিত অভিযাত্রা লক্ষ্য :করছি। এদিকে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই দেশি বিদেশি নানা গোষ্ঠী তৎপর হচ্ছে।
Leave a Reply