নিজস্ব প্রতিনিধিঃ
“এক ডোজ এইচপিভি টিকা নিন-জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন”-এ প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জ জেলায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৩’ উদ্বোধনী অনুষ্ঠান কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (১৫ অক্টোবর) থেকে ১০-১৪ বছর বয়সী এক কিশোরীকে এইচপিভি টিকা প্রদানের মাধ্যমে কিশোরগঞ্জে এই টিকাদান কার্যক্রম শুরু হয়।
সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার); কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া, জেলা শিক্ষা অফিসার শামসুন নাহার মাকছুদাসহ জেলা ও সদর উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাগণ, সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কিশোরী ছাত্রীবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কিশোরগঞ্জ জেলার প্রতিটি পৌরসভা ও উপজেলায় প্রথম ১০ দিন নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থায়ী কেন্দ্রে এবং পরবর্তী ১৮ দিন নির্ধারিত স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন চলবে।
Leave a Reply