নিজস্ব প্রতিনিধিঃ
ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে ইমাম ও উলামা পরিষদ এর উদ্যোগে ভৈরবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কমলপুর বাসস্ট্যান্ড সংলগ্ন নিউটাউন মোড়ে বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বিভিন্ন সড়ক-মহাসড়ক প্রদক্ষিণ করে।
ভৈরব বাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইমাম উলামা পরিষদের উপদেষ্টা শায়খুল হাদীস মাওলানা আব্দুল আহাদ, সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল আমিন, শাহী মসজিদের খতিব মুফতি উমর ফারুক, সাধারণ সম্পাদক মাওলনা এনায়েতুল্লাহ ভৈরবী, সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, কমলপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা হাফিজুল্লাহ।
কর্মসূচী উপলক্ষ্যে সকাল ১০টা থেকে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার ১২টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদ-মাদ্রাসা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ইমামা-উলামাসহ ধর্মপ্রাণ মুসুল্লিরা সমাবেশ স্থলে হাজির হন। এ সময় মিছিল থেকে নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে এবং দখলদার ইসলাইলিদের বিপক্ষে বিভিন্ন স্লোগান চারদিক মুখরিত করে তুলে।
Leave a Reply