নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১০০০ লিটার চৌলাই মদ ও মদ তৈরীর সরঞ্জাম এবং অটোরিক্সাসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) করিমঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় এসআই আবু তাহের ও অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় ১৫.৩০ ঘটিকায় করিমগঞ্জ থানাধীন করিমগঞ্জ পৌরসভাস্থ মাছ বাজারের পশ্চিমে ও নরসুন্দা নদীর পূর্বপাড় সুইপার পট্টি নামক স্থানে অভিযান পরিচালনা করে আসামী রিপন চন্দ্র সরকার (৩৬), পিতা -অশ্বিনী চন্দ্র সরকার, সাং-নগরকুল, এবং মো: হৃদয় মিয়া (১৮), পিতা-রাজু মিয়া, সাং-চর তালজাঙ্গা, উভয় থানা-তাড়াইল ৩। মো: রিদয় মিয়া (২১), পিতা-মো: বকুল মিয়া, সাং-মধ্যপাড়া, থানা-তাড়াইল, সর্বজেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে।
এ সময় আসামীদের হেফাজত হতে ১০০০ লিটার দেশীয় তৈরী চৌলাই মদ, মদ তৈরীর সরঞ্জাম, ১৫টি গ্যাসের সিলিণ্ডার বোতল, ২১টি পাতিল ও মদ পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিক অটোরিক্সা উদ্ধার করে জব্দ তালিকামুলে জব্দ করে।
এ ঘটনায় করিমগঞ্জ থানায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল ১৮ অক্টোবর সকালে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মামলা তদন্ত অব্যাহত রয়েছে।
Leave a Reply